রাজ্জাক সামসুন বেস্ট টিচার এ্যাওয়ার্ড প্রদান-২০২২
রাজ্জাক সামসুন বেস্ট টিচার এ্যাওয়ার্ড প্রদান-২০২২
গত ১৭ নভেম্বর-২০২২ সকাল ১০.০০টায়. ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হয়। ভোটে বিজয়ী হন দুই জন শিক্ষক। সাধারণ শিক্ষক মিরান পারভেজ এবং বিজ্ঞান শিক্ষক জনাব দিলতাজ বেগম। দুইজন শিক্ষকের মাঝে সার্টিফিকেট ও প্রাইজ মানি তুলে দেন রাজ্জাক সামসুন বেস্ট টিচার এ্যাওয়ার্ড প্রদানকারী ড. সুলতানা নুরুন নাহার পক্ষে তাঁর ভাই এডভোকেট সরোওয়ার জাহান নিপ্পন্ন এবং তাঁর বোন সুলতানা খাইরুন নাহার।