বার্ষিক ক্রীড়া, মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Ñ ২০২৩ উদযাপন
গত ১১ মার্চ ২০২৩ইং তারিখ শনিবার সকাল ১১.০০ টায় গেন্ডারিয়াস্থ জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে আঞ্জুমান জামিলুর রহমান ইসলামিয়া জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এবং মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলহাজ¦ মোঃ হাসান উদ্দিন মোল্লাহ্, মাননীয় ট্রাস্টি ও সহ-সভাপতি এবং অর্থ কমিটির চেয়ারম্যান আঞ্জুমান মুফিদুল ইসলাম উক্ত অনুষ্ঠানে অসুস্থতার কারণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব শহিদুল্লাহ মিনু ট্রাস্টি ও সহসভাপতি বালক হোম কমিটির মাননীয় চেয়ারম্যান, এবং লায়ন আব্দুর রশিদ (রাশেদ) এমজেএফ, ট্রাস্টি ও সহ-সভাপতি এবং চেয়ারম্যান ট্রান্সপোর্ট ও বেরিয়াল কমিটি, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো.খলিলুর রহমান, মাননীয় ট্রাস্টি ও সহসভাপতি এবং মাধ্যমিক কারিগরি ও সাধারণ শিক্ষা কমিটির মাননীয় চেয়ারম্যান ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ জনাব ইঞ্জি.রুহুল আমিন, ড. শাহআলম, দাতা সৈয়দ আখলাস হোসেন, দুটি হোম সুপার , চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর পর মাননীয় অতিথিবৃন্দকে ফুলের তোড়া উপহার দেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং জাতীয় সংগীত পরিবেশন করে। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য সম্মানীত অতিথিবৃন্দকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব শহিদুল্লাহ মিনু এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. খলিলুর রহমান। বক্তাগন বিজয়ী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং যে সকল ছাত্রছাত্রী পুরস্কার পায়নি তাদের আগামীতে ভাল করার আহŸান জানান। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় অতিথিবৃন্দ উপস্থিত সকল অতিথি অনুষ্ঠান উপভোগ করেন এবং ভূয়সী প্রসংশা করেন।
দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের এবং শ্রেণিভিত্তিক মেধা পুরস্কার বিতরণ করেন মাননীয় অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের ৩য় পর্বে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠনে গান, নৃত্য ও আবৃতি পরিবেশন করে। উপস্থিত সকল অতিথি অনষ্ঠান উপভোগ করেন এবং ভূয়সী প্রসংশা করেন।
আঞ্জুমান জামিলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত মাননীয় অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে